মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে একদিনে ১৯৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে ৮৫ জন বাংলাদেশি “
;আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দেশটির ইংরেজি দৈনিক দ্য স্টার এবং মালয় মেইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।”
;দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়, বুধবার সেরেমবান এলাকায় স্থানীয় অভিবাসন বিভাগ অভিযান চালিয়ে ১১০ বিদেশিকে আটক করেছে। আটকদের মধ্যে মিয়ানমারের ৬৪ জন, ইন্দোনেশিয়ার ১৩, বাংলাদেশের ১০, ভারতের ৬, পাকিস্তানের ৯, শ্রীলঙ্কার ৬ এবং নেপালে ২ জন নাগরিক রয়েছেন।”
;মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আইক কিয়াং বলেছেন- নথিবিহীন বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে প্রবাসী শ্রমিকদের আটক করা হয়েছে। তারা মেয়াদ শেষের পর অতিরিক্ত সময় ধরে অবস্থান এবং অবৈধভাবে প্রবেশ করেছেন।.