শুক্রবার৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

 নিজেকে ভোট দিতে পারলেন না হিরো আলম

হিরো আলম।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বগুড়া-৬ আসনে ভোট দিয়েছেন। আজ রোববার (৭ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে সদর উপজেলার এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন এই ভাইরাল তারকা। “

;ভোট দিয়ে হিরো আলম বলেন- বগুড়া- ৬ আর বগুড়া-৪ আসন কাছাকাছি। আমি এই আসনে ভোট দিতে পেরে গর্বিত। নিজেকে ভোট দিতে পারিনি, এতে দুঃখ নেই। ভোটের পরিবেশ ভালো আছে। তবে ভোটার উপস্থিতি কম।”

;বগুড়া-৪ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন বর্তমান সংসদ সদস্য, ১৪ দলীয় জোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন। এ ছাড়া এ আসনে বিএনপির সাবেক নেতা স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লা ঈগল প্রতীকসহ আরও চারজন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।..