চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়ে বাড়ি ফেরার পর করিম উল্লাহ (৮৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।”
;আজ রোববার (৭ জানুয়ারি) সকালে নিজ বাড়িতেই তিনি মারা যান। করিম উল্লাহ উপজেলার ইছাখালী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আলিনেওয়াজ সওদাগর বাড়ির বাসিন্দা “”
বৃদ্ধের স্বজন ও প্রতিবেশীদের তথ্যমতে- তিনি একজন আওয়ামী লীগ সমর্থক। এবারের নির্বাচনেও তিনি নৌকা প্রতীকেই ভোট দিয়েছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।”
;স্বজনরা জানান- করিম উল্লাহ সকালে ঝুলনপোল বিএম হাইস্কুল কেন্দ্রে ভোট দেন। এরপর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। তবে আগে থেকেই অসুস্থ ছিলেনবলে জানা গেছে।.