বুধবার২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মস্থান প্রকল্পের শুভ উদ্বোধন

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা ৯নং বালিয়া ইউনিয়নের উদ্যোগে কর্মস্থান প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসা সংলগ্ন স্থানে এ কর্মস্থান প্রকল্পের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,দেশে বেকারত্ব একটি বড় সামাজিক সমস্যা। ইসলামী সমাজব্যবস্থা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে মানুষকে আত্মনির্ভরশীল করে তোলে।

জামায়াতে ইসলামী সর্বদা জনগণের পাশে থেকে কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী এবং সহকারী সেক্রেটারি ও ৯নং বালিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াত নেতা সাইফুল ইসলাম ঢালী, আব্দুর রশিদ খানসহ স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা কর্মস্থান প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন এবং এলাকায় ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়াসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় তারা সোলেমান শেখ ও শফিকুর রহমানের হাতে অটো গাড়ির চাবি তুলে দেন।