রবিবার২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্য বালিয়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্ত: স্কুল গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

চাঁদপুর সদর মধ্য বালিয়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্ত:স্কুল গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১ লা নভেম্বর শনিবার সকাল ১০ টায় বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ সময় বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল মালেক বেপারীর সভাপতিত্বে ও বালিয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো:ফারুকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন, বালিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আলাউদ্দিন কাজী,উক্ত সংস্থার সভাপতি ফরক্কাবাদ ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক লেডি দেহলভী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মজিবুর রহমান গাজী।

এ সময় আরো উপস্থিত ছিলেন উক্ত সংস্থার সদস্য মো:হানিফ শেখ, মো:শাহিন আলম, মো:আশরাফুল ইসলাম, মোঃ নাদিম ঢালী, মো:আরিফুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বেপারী বলেন, শিক্ষার্থীদের গণিতভীতি কাটাতে গণিতের চর্চা বাড়াতে হবে। এ ক্ষেত্রে এই অলিম্পিয়াড প্রতিযোগিতা মূলক পরীক্ষা কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, উক্ত গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রায় ২০০ শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং আগামী ২০ শে নভেম্বর এই প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করে পরবর্তীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।