সোমবার১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ সচিবালয়ের সাংবাদিকদের চাঁদপুর আগমন উপলক্ষে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার।। বাংলাদেশ সচিবালয়ের সাংবাদিকদের চাঁদপুর আগমন উপলক্ষে দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে শহরের ট্রাক রোডস্থ গাজী সড়কে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার-২ এ দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন। এ সময় অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন, মাছরাঙা টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট মোহাম্মদ আলী।

চাঁদপুর সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য শেখ মহিউদ্দিন রাসেলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
মাছরাঙা টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট আবু সোবহান রাসেল, বাংলাভিশন টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট রাজিব দাস,আর টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট মোঃ শাহীন হোসেন, দীপ্ত টিভির ভিডিও জার্নালিস্ট সাব্বির হোসেন,

এসএ টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট ফারুক হোসেন, এখন টেলিভিশনের  সিনিয়র ভিডিও জার্নালিস্ট মোঃ সুমন (জাপান), চ‍্যানেল এসের ভিডিও জার্নালিস্ট পারভেজ হোসাইন, চ‍্যানেল এসের সিনিয়র ভিডিও জার্নালিস্ট মনির মোহাম্মদ ইমাম বাকি, জি টিভির
সিনিয়র ভিডিও জার্নালিস্ট মোঃ সিরাজুল হক রুমেল, ডিবিসি নিউজের সিনিয়র ভিডিও জার্নালিস্ট আরিফ চৌধুরী পলাশ,

স্টার নিউজের ভিডিও জার্নালিস্ট আরবী নূর জামাল  আপন, ডিবিসি নিউজের সিনিয়র ভিডিও জার্নালিস্ট ওসমান গনি, নাগরিক টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট মোঃ ইয়াছিন মিলন, এখন টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট মোঃ সোহেল,

মোহনা টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট মাহবুবুর রহমান, চ‍্যানেল আইর ডেপুটি চীফ ভিডিও জার্নালিস্ট মধু ত্রিপুরা, ডিবিসি নিউজের সিনিয়র ভিডিও জার্নালিস্ট আজাদ আহমেদ, যমুনা টিভির স্পেশাল ভিডিও জার্নালিস্ট বিল্লাল হোসেন, মাছরাঙা টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট মোঃ হাবিবুর রহমান, ডিবিসি নিউজের সিনিয়র ভিডিও জার্নালিস্ট মোঃ রফিকুল ইসলাম ।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ সচিবালয়ের সাংবাদিকদের ফুল দিয়ে বরণ করে নেন এবং উপহার প্রদান করেন, অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।
আমন্ত্রিত সাংবাদিকরা যেনো সুস্থ ও সহিসালামতে নিজ নিজ বাড়িতে যেতে পারেন এ জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মনিরুল ইসলাম কাশেমী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ইকরা শিশু একাডেমীর পরিচালক গোলাম হোসেন টিটু,  দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার নিবার্হি সম্পাদক সাংবাদিক মো: মনির হোসেন সজীব, দৈনিক  চাঁদপুরজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক মোঃ খোরশেদ আলম, হাজী লোকমান পাবলিক স্কুলের  শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম শেখ, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ফটো সাংবাদিক শাহনেওয়াজ আহমেদ সুজন  ও জাকির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সচিবালয়ের সাংবাদিকদের সাথে আলোচনা মতবিনিময়ে সুষ্ঠু নিরপেক্ষভাবে সাংবাদিকতা করার জন্য চাঁদপুর জমিন সাংবাদিকের প্রতি আহ্বান জানানো হয়। তাছাড়া চাঁদপুর জমিন পত্রিকার সম্পাদকও  প্রকাশক রোকনুজ্জামান রোকন চাঁদপুরে তাদের এই প্রথম একযোগে আগমনে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।