চাঁদপুরে বেসকারী স্বেচ্ছাসেবী সংঘঠন প্রভাটি এলিভিয়েশন এন্ড ডেভেলপমেন্ট অগানাইজেশান(প্যাডো)র উদ্ব্যোগে জেলার বিভিন্ন স্কুলে অসহায় শিক্ষাথীদের মাঝে বিনামুল্যে শীতের কম্বল বিতরন করা হয়। তারই ধারাবাহিকতায় আজ চাঁদপুর জেলার সদর উপজেলার বাগাদী ইউনিয়েনে হাজী লোকমান পাবলিক স্কুলে অসহায় শিক্ষাথীদের মাঝে শীতের কম্বল বিতরন করা হয়। ”
;কম্বল বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যাডো,র চেয়ারম্যান মো. মনির হোসেন সজীব, এপোলো গ্রুফের ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী আতিকুল হক ভুইয়া, দৈনিক চাঁদপুর জমিন ও অনুপমার সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোহাম্মদ রোকনোজ্জামান রোকন,হাজী লোকমান পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো, কামাল হোসেন। এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।