শুক্রবার২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ২৪শে রজব, ১৪৪৬ হিজরি১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির উঠানে গাজা চাষ!

সংগৃহীত ছবি

বাংলা সংবাদ২৪ ডেস্ক।। সাত্তার মিয়া নামে এক ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ায় নিজের বাড়ির উঠানে গাঁজা চাষ করেছিলেন। শুক্রবার দুপুরে গোপন খবরে অভিযান চালিয়ে গাঁজার গাছগুলো জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সার্কেল অফিসের পরিদর্শক শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ভাদুঘরে পশ্চিমপাড়ার শুক্কুর আলীর ছেলে সাত্তার মিয়ার বাড়িতে তিন বাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হয়। অভিযানে বাড়ির উঠানের পাশে বাগানে ও টবে চাষ করা সাড়ে ৩ ফুট উচ্চ ২টি গাঁজা গাছ পাওয়া যায়।
গোপনে বাড়ির মালিক গাঁজা চাষ করে আসছিলেন। এ সময় অভিযানের বিষয়ে আঁচ করতে পেরে বাড়ির সবাই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। ব্রাহ্মণবাড়িয়া শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের নেতৃত্বে অভিযানে অংশ নেয় পুলিশ ও আনসার বাহিনী। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
পরিদর্শক শরিফুল ইসলাম আরও জানান তবে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।