রবিবার৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সুবর্ণচরে জিপ গাড়ী খাদে পড়ে ৩ সেনা সদস্য নিহত

ছবি সংগৃহীত

বাংলা সংবাদ২৪ ডেস্ক। আজ শুক্রবার বিকাল ৩টার দিকে নোয়াখালীর সুবর্ণচরে সেনাবাহিনীর একটি জিপ খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- সৈনিক মামুন (২২), ফয়েজ (২৩) ও ফিরোজ (২৪)। তাদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। বর্তমানে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
এই বিষয়ে চরজব্বর থানার ওসি সাহেদ হোসেন জানান, নোয়াখালীর মাইজদী থেকে বিকাল ৩টার দিকে সুবর্ণচরের তোতা মিয়া বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর একটি জিপ খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন সেনাসদস্য নিহত হন। আহত হন অন্তত ৯ জন। নিহত তিনজনের লাশ থানায় আনা হয়েছে। ঢাকা থেকে হেলিকপ্টার আসছে। নিহতদের লাশ হেলিকপ্টারে ঢাকায় নেয়া হবে।