সোমবার৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

এক শহীদ এক বৃক্ষ এই কর্মসূচির আওতায়

চাঁদপুরের বালিয়ায় জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থানে নিহতদের সমাধিস্থলে বৃক্ষরোপণ

২০২৪ জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদের কবরের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসকের বাস্তবায়নে এক শহীদ এক বৃক্ষ এই কর্মসূচির আওতায় চাঁদপুরের ৩১ জন শহীদদের কবরের পাশে এ কর্মসূচি পালন করা হয়।

১৯ শে জুলাই শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের শহীদ আব্দুর রহমান ও শহীদ রোহানের কবরের পাশে বৃক্ষরোপন করেন চাঁদপুর জেলা এডিসি মো: এরশাদ উদ্দিন। এসময় তিনি বলেন, সরকারের ঘোষনা অনুযায়ী আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতেছি।এই বৃক্ষটা শহীদদের যে ইতিহাস সেই ইতিহাস আমাদের মাঝে একদিন বর্ণনা করবে। এছাড়াও তিনি শহীদ পরিবারের বাসস্থানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘর নির্মাণের প্রকল্প হাতে নিয়েছেন বলে জানিয়েছেন।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আবুল হোসেন মিয়াজী,সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন কাজী, নির্বাহী সদস্য হাফেজ অয়ালিউল্লাহ,সিনিয়র সহ-সাধারন সম্পাদক মো: ফারুকুল ইসলাম, সহ-সভাপতি আবু তাহের খান,ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো: হাবিব উল্লাহ খান,জেলা বিএনপির সদস্য জিএম মাসুদ রায়হান,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো: শাহাদাত হোসেন মারুফ, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মো:মাহবুবুর রহমানসহ

শহীদ পরিবারের সদস্য ও বন বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া করা হয়।