মঙ্গলবার৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ঝালকাঠিতে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু

বিএনপি যদি মনোনয়ন দেয় কলাগাছ-তাহলেও বিপুল ভোটে পাশ

ঝালকাঠির জনসভায় বিএনপিরভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হলে সে নির্বাচনে বিএনপি কলাগাছকে মনোনয়ন দিলেও বিপুল ভোটে বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।”

;আজ (শনিবার) ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জনসমাবেশে তিনি এ কথা বলেন তিনি।আবদুল আউয়াল মিন্টু বলেন-ভোট ডাকাত ও ভোট চোরদের অধীনে কোনো নির্বাচন হবে না। যদি হয় তাহলে তা প্রতিহত করা হবে।”

;তিনি আরো বলেন-আমি আশা করি আগামী নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বাধিক আসনে জয়লাভ করে করবে। এ কথা কেন বললাম- গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচন একজন মহিলা, যিনি স্কুলে যাননি, তিনি জয়লাভ করেছেন। সুতরাং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি থেকে যদি কলাগাছও নমিনেশন দেওয়া হয়, তাহলেও বিপুল ভোটে বিজয়ী হবে।”

;ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. শাহাদাত হোসেনের পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মাহবুবুল হক নান্নু, রফিকুল ইসলাম জামাল প্রমুখ। এছাড়াও বক্তব্য দেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান মুহাম্মদ আবু তাহের।,