রবিবার১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দাউদকান্দি বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছে। দুর্ঘটনায় একই পরিবারের তিনিজনসহ মোট পাঁচজন গুরুতর আহত হয়েছেন।”

;আজ (শুক্রবার) দুপুর ১২টার দিকে দাউদকান্দি উপজেলার শেখবাড়ি এলাকায় গৌরীপুর-মতলব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।নিহতরা হলেন] উপজেলার কাউয়াদি গ্রামের সিরাজ মিয়ার ছেলে আল আমিন (৩৫) ও মেয়ে ছালেহা বেগম (৪৫)। নিহত ছালেহা উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আনু মিয়ার স্ত্রী ছিলেন।”

;এ দুর্ঘটনায় আহতরা হলেন অটোরিকশার যাত্রী নাজমুল (২৫), তার স্ত্রী রিনা আক্তার (২২), মেয়ে শিশু নুসরাত (৩), অপর যাত্রী রোকসানা (৩০ ) এবং চালক শান্ত (২০)। আহতদেরকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

;পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়- উপজেলার শেখবাড়ি এলাকায় গৌরীপুর-মতলব আঞ্চলিক সড়কে ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-জ-১৪-০৩৩৪) এর সঙ্গে বিপরীতগামী সিএনজিচালিত অটোরিকশা (কুমিল্লা-থ-১১-৮৬৫৭) মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিকশার চালক ও ছয় যাত্রী গুরুতর আহত হয়।”

;স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা বলেন- মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিতবাস ও অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে।.