হিরো আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত করতে জনপ্রিয় খল অভিনেতা ডিপজলের বাড়িতে গেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা।”
;আজ (রোববার) সকালে ডিপজলের সাভারের বাড়িতে যান তারা। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই ইন্সপেক্টর কামাল হোসেন। তিনি বলেন- হিরো আলমের নামে হাতিরঝিল থানায় একটি মামলা করেন আকাশ নিবির নামে একজন বিনোদন সাংবাদিক। মামলাটি এখন পিবিআইয়ের হাতে। সেটির তদন্ত করার জন্যই আমরা ডিপজলের বাসায় এসেছি।”
;কামাল হোসেন আরও বলেন-সকালে ডিপজলের সঙ্গে কথা হয়েছে। তাকে জানিয়েছি- তিনি আমাদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন।”
;জানা গেছে- অর্থ জালিয়াতি, ফোনে হুমকি ও সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে অসম্মানপূর্বক বাজে আচারণের জন্য আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলমের নামে বিজ্ঞ মূখ্য মহানগর হাকিম আদালতের একটি সিআর মামলা হয় গত বছর জুলাইয়ে। ”
;মামলাটি তদন্তের জন্য সেসময় হাতিরঝিল থানায় পাঠানো হয়। পরবর্তী সময়ে মামলা তদন্ত দেওয়া হয় পিবিআইকে।এদিকে বিষয়টি নিয়ে ডিপজলের সঙ্গে কথা হলে তিনি বলেন-না কোনো সরকারি কর্মকর্তারা আমার বাসায় আসনি। আর এমন কোনো কথাও শুনিনি।.