সোমবার৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে গ্রেপ্তার

জামায়াতের আমির ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহ।

বিশেষ সংবাদদাতা–

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।”

;আজ (বুধবার) দুপুরে সিলেট থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম।:

এ তথ্য নিশ্চিত করে সিটিটিসির একজন কর্মকর্তা বলেন, গ্রেপ্তার রাফাত সাদিক সাইফুল্লাহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন।তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।;