বুধবার১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

এবার গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অ্যাপারেল প্লাস পোশাক কারখানায় আগুন।

গাজীপুর প্রতিনিধি-

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অ্যাপারেল প্লাস নামের একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে। আজ (বুধবার) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।”

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান- বুধবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা সংলগ্ন ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে অ্যাপারেল প্লাস নামের ওই কারখানার ৭তলা ভবনের ৪র্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।”

;খবর পেয়ে জয়দেবপুর ও আশেপাশের এলাকার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”

;কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহমান সাংবাদিকদের জানান- সকাল সাড়ে ৭টার দিকে বর্ষা সিনেমা হলের পাশে কারখানার ৭তলা ভবনের চতুর্থ তলার কাটিং সেকশনে আগুন লাগে। এখানে ফেব্রিক্স, কাটিং ও ফিউজিং মেশিনসহ বিভিন্ন ধরনের মালামাল রয়েছে। ”

;মূহুর্তেই আগুন সেকশন জুড়ে ছড়িয়ে পড়লে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের খবরে সকল শ্রমিকরা ভবন ছেড়ে নিচে নেমে আসতে পেরেছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।.