বিনোদন সংবাদদাতা-
আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব চলতি মাসের ২৭ তারিখ বিয়ের পিড়িতে বসেন । বর আবু সালেহ মুসা, পেশায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন তিনি। বিয়ের পর মনের ইচ্ছের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করলেন সানাই “
;জানালেন- নব এই দম্পতি যেন তাড়াতাড়ি ওমরাহ করতে পারেন। আল্লাহ যেন তাড়াতাড়ি ওমরাহ নসিব করেন।বিয়ের পর প্রথম ফেসবুক স্ট্যাটাস দিয়ে সবাই মনের কথা জানান সানাই মাহবুব।”
;স্বামীর হাত ধরে রাখার কয়েকটি ছবি শেয়ার করে এর ক্যাপশনে লিখেছেন- আর যে হাতটা সমাজ, সংসার সব কিছুর কথা ছেড়ে আমার হাতটা ধরলো। আমি সেই হাতটা সারা জীবনের জন্য ধরে রাখতে চাই। আমাদের জন্য দোয়া রাখবেন, যেনো তাড়াতাড়ি ওমরাহ করতে পারি।”
;আল্লাহ যেনো ওমরাহ নসিব করেন তাড়াতাড়ি। এদিকে- ২০১৯ সালে সানাইয়ের বিয়ের গুঞ্জন শুরু হয়েছিল। তখন কথা রটে, সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন তিনি। সানাই নিজেও সে গুঞ্জনকে সত্য খবর হিসেবে দাবি করেছিলেন “
;সেসময় ওই সাবেক মন্ত্রীর বাগদান হওয়ার কথাও জানান এই মডেল-অভিনেত্রী। তবে পরে এ নিয়ে আর কিছু জানা যায়নি। সানাই মাহবুব একাধিক সিনেমায় কাজ করলেও তার একটিও সিনেমা আলোর মুখ দেখেনি। “
;সানাই কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় ছিলেন তিনি। শরীরে সার্জারি করানো, ফেসবুক লাইভে এসে নানা রকম মন্তব্য আর নিজেকে খোলামেলা রূপে উপস্থাপনের জন্যই তার এই আলোচনায়/সমালচনায় আসা।,