বৃহস্পতিবার১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

টিপু-প্রীতি হত্যা:-অন্যতম ‘‘মাস্টারমাইন্ড’’ গ্রেপ্তার

;রাজধানী ঢাকার শাহজাহানপুরে প্রকাশ্য রাস্তায় আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও শিক্ষার্থী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় অন্যতম ‘মাস্টারমাইন্ড’সহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।এ নিয়ে আলোচিত জোড়া খুনের ঘটনায় এখন পর্যন্ত ছয় আটক হয়েছে।’

;;আজ শনিবার সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।সংক্ষিপ্ত বার্তায় বলা হয়, অন্যতম মাস্টারমাইন্ড ও টিপুকে অনুসরণকারীসহ ৪ জনকে রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

’বাহিনীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টার শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করা হয় ওই বার্তায়।গত ২৪ মার্চ রাতে শাহজাহানপুরের আমতলা এলাকায় অস্ত্রধারীর গুলিতে নিহত হন টিপু ও তার মাইক্রোবাসের পাশে রিকশায় থাকা কলেজছাত্রী প্রীতি।”

;এ ঘটনায় টিপুর স্ত্রী ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি শাহজাহানপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।হত্যাকাণ্ডের তিন দিনের মাথায় ২৭ মার্চ বগুড়া থেকে মাসুম মোহাম্মদ আকাশ নামে একজনকে গ্রেপ্তারের কথা জানায় গোয়েন্দা পুলিশ।”

;এরপর ৩১ মার্চ আরফান উল্লাহ দামাল নামে আরেকজনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।তাকে আটকের পর জানানো হয়, টিপু হত্যার আগে দামালসহ কয়েকজন কমলাপুর রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে রুপালি সমাজ উন্নয়ন সংস্থায় একটা বৈঠক করেছিলেন।;