রবিবার১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অভিনেত্রীকে ধর্ষণের দায়ে সাবেক মন্ত্রী গ্রেফতার

’বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে ভারতের তামিলনাডুর সাবেক মন্ত্রী মণিকন্দনকে আটক করেছে পুলিশ । দুই দিন আগে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় “

আর এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস । পুলিশের বরাত দিয়ে এ সংবাদমাধ্যমটি জানায়, তামিল চলচ্চিত্র জগতের এক অভিনেত্রী সাবেক মন্ত্রী এম মণিকন্দনের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ এনেছেন। “

” এর পাশাপাশি জোর করে গর্ভপাত করানো, ইচ্ছাকৃতভাবে আঘাত করা ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন। অভিযোগপত্রে ওই অভিনেত্রী উল্লেখ করেন, পাঁচ বছর ধরে সম্পর্ক ছিল তাদের “

;তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন মণিকন্দন। এরপর তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জোর করে গর্ভপাত ঘটনানো হয়। এভাবে ৫ বছরে ৩বার জোর করে গর্ভপাত করতে বাধ্য করেছিলেন সাবেক এ মন্ত্রী। তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিয়ের পর তাদের সন্তান পৃথিবীর আলো দেখবে।”

;তবে তামিলনাড়ুর সাবেক মন্ত্রী গোটা বিষয়টিই অস্বীকার করে বলেন, ওই অভিনেত্রীকে তিনি চেনেন না।”