বাংলা সংবাদ২৪ সংবাদদাতা– শিশু শিল্পী থেকে চিত্রনায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন প্রার্থনা ফারদিন দীঘি। আগামী ১২ মার্চ মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি “তুমি আছো তুমি নেই”। এটি নির্মাণ করেছেন বরেণ্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু”
’আর ছবিটি নিয়ে নেতিবাচক মন্তব্য করায় দীঘির ওপর চটেছেন গুণী এই নির্মাতা। অবশেষে আজ বুধবার দুপুরে ঢাকা জেলা জজ কোর্টে দীঘির বিরুদ্ধে ক্ষতিপূরণ ও মানহানির মামলা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু ও প্রযোজক সিমি ইসলাম কলি।এর মধ্যে ঝন্টু ১ কোটি টাকার মানহানি ও সিমি ইসলাম কলিও ১ কোটি টাকা ক্ষতিপূরণের আলাদা মামলা করেছেন।”
”এতে আসামি করা হয়েছে দীঘি, তার বাবা সুব্রত এবং দীঘির মামাকে, এমনটাই জানিয়েছেন দেলোয়ার জাহান ঝন্টু। নির্মাতা ঝন্টু বলেন-কেন আমি মামলা করব না? সে আমাকে ও আমার চলচ্চিত্র নিয়ে বাজে মন্তব্য করবে আর আমি তাকে ছেড়ে দেব?
’আমি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি চলচ্চিত্র বানিয়েছি। আমি এক কোটি টাকার মানহানি মামলা করেছি। আমার সম্মাান তার (দীঘি) থেকে অনেক বেশি।”
ছবিটি এর আগে-তুমি আছো তুমি নেই র ট্রেলার প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে । নেট দুনিয়ার অনেকেই পরিচালক ঝন্টু এবং দীঘির সমালোচনা করেছেন।
তাতে দীঘি নিজেও একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ছবিটি নিয়ে বিরুপ মন্তব্য করেছে। তার এই কথার সূত্র ধরেই খেপেছেন ঝন্টু। এর আগে বরেণ্য এই নির্মাতা গত সোমবার দীঘির বিরুদ্ধে মামলা করার হুমকিও দেন।”