বুধবার১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গুলি করে ইউপি সদস্যকে হত্যা, গুলিবিদ্ধ ছেলে

বাংলা সংবাদ২৪ সংবাদদাতা– পাশবর্তী বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ইউপি সদস্য নূর আলী শেখ (৫০)। এ সময় আহত হয়েছে তার কিশোর  ছেলে ইব্রাহিম শেখ (১৬)। গতকাল রোববার রাত ৮ টার দিকে যশোরের অভয়নগর উপজেলার বাবুরহাট এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিতে নিহত নূর আলী শেখ অভয়নগর উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। ইব্রাহিমের পায়ে দুটি গুলি লেগেছে। নূর আলী ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।’

’পুলিশ ও এক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, শুভরাড়া গ্রামের বাবুরহাটে নূর আলী শেখের একটি নিজস্ব কার্যালয় রয়েছে। কার্যালয়টি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় হিসেবেও ব্যবহার করা হয়। গতকাল রাত ৮টার দিকে নূর আলী শেখ ও তার ছেলে সেখান থেকে মোটরসাইকেলে বাড়ির দিকে ফিরছিলেন। পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।।”

”গুলিতে নূর আলীর মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলে মারা যান। এ সময় তার ছেলের পায়ে গুলি লেগে গুরুতর আহত হয়। এরপর তাকে খুলনার ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে নয়টা পর্যন্ত নূর আলী শেখের মরদেহ ঘটনাস্থলেই পড়েছিল

য়শোর অভয়নগর থানার পরিদর্শক মিলনকুমার মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-  সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। পরে লাশটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে “