বাংলা সংবাদ২৪ সংবাদদাতা- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলে সাফ জানিয়েছেন রেজিস্ট্রেশন ছাড়া অন দ্য স্পটে আর টিকা দেওয়া হবে না। মন্ত্রী জানান, আগে অনলাইনে রেজিস্ট্রেশন করে তারপর টিকা নিতে হবে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে এমআইএস ইউনিট, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠ কার্যক্রম পেপারলেস ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক জানান, অন দ্যা স্পটে রেজিস্ট্রেশনের সুযোগ আর থাকছে না। ভবিষ্যতে আবারও অন দ্যা স্পটে টিকার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হতে পারে। আপাতত আজ তা থেকে বন্ধ থাকবে। টিকা নিয়ে যারা নানা রকম কথা-সমালোচনা করছে তারাই এখন আগে টিকা নিচ্ছেন। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় সব সেক্টর সেবা দিয়ে যাচ্ছে, শিক্ষা দিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নুর।।