শুক্রবার৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দিপু মনির সুস্থ‌্যতার জন‌্য ১২ মসজিদে বিশেষ দোয়া:আয়োজনে আ;লীগ নেতা স্বপন

বালিয়া দিঘিরপাড় জামে মসজিদে উপস্থিত আয়োজক লায়ন জি এম ইকবাল হোসেন স্বপন সহ ধর্মপ্রান মুসল্লিআনে কেরাম।

নিজস্ব সংবাদদাতা– গতকাল শুক্রবার (১১ ডিসেম্বর) বাদ জুমা চাঁদপুর-৩ আসনের সাংসদ, বাংলাদেশ সরকারের  মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা.দীপু মনি এমপি ও তাঁর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ সহ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জাফর ইকবাল (মুন্না) সহ সকলের রোগ মুক্তি এবং মরহুম হাজি ইব্রাহিম গাজীর রুহের মাগফেরাত কামনায় বালিয়া ইউনিয়নের ১২টি মসজিদে একযোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের আলোচিত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী লায়ন জিএম ইকবাল হোসেন স্বপন এর উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।

বালিয়া দিঘীপাড় জামে মসজিদে দোয়ার অনুষ্ঠানে, উপস্থিত লায়ন জিএম ইকবাল হোসেন  স্বপন বলেন, আমাদের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপিসহ সকলে যেন রোগ থেকে সুস্থ হয়ে,পূনরায় দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে  এই লক্ষে বালিয়া ইউনিয়নের মসজিদ গুলোতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ ও দোয়া শেষে  সকল ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝে বিশেষ তবারক ব‌্যাবস্থা করা হয়।