সোমবার৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

 ২৩ পুলিশ কর্মকর্তা পদোন্নতি পেয়ে এসপি

বাংলা সংবাদ২৪ ডেস্ক– অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার (এসপি) পদে ২৩ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়। এরমধ্যে একজন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দারপুরে, আরেকজন অস্ট্রেলিয়ায় শিক্ষা প্রেষণে রয়েছেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এই দুজন দেশে ফিরে কাজে যোগদানের পর তাদের পদোন্নতি কার্যকর হবে।

আজ পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—সুফিয়ান আহমেদ, মো. নাজিমুল হক, ওয়াহিদুল হক চৌধুরী, মোহাম্মদ বেলায়েত হোসেন, মো. জাহাঙ্গির আলম, ড. এস এম ফরহাদ হোসেন, মো. আবদুল্লাহ আল মামুন, মো. নুরুল আমীন হাওলাদার, আ. স. ম শামসুর রহমান ভুঞা, মো. মাহফুজ্জামান আশরাফ, মো. জসিম উদ্দীন, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ মাহবুবুর রহমান, মো. শাহরিয়ার আলী, মো. বেলাল হোসেন, মো. রবিউল ইসলাম, আবদুল্লাহ আল ফারুক, আনোয়ার জাহিদ, মোহাম্মদ সাঈদুর রহমান, মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার ও মো. শাহজাহান। মোহাম্মদ আবদুল হালিম (দারপুর) মিশনে এবং হুমায়রা পারভীন (অস্ট্রেলিয়া)। ।