নিজস্ব সংবাদদাতা– লায়ন ইকবাল হোসেন স্বপন সদা হাসোজ্জল এ মানুষটি চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক । রাজনৈতিক জীবনে আওয়ামী ঘরনার তথা মুজিব আদর্শে বিশাসী হলে ও মুলত আপমার জনগনের নেতা । সকল দলের ও মতের উদ্ধে এ মানুষটি সবার প্রিয় মূখ।
বিশেষ করে তার নিজ এলাকা বালিয়া ইউনিয়নে রয়েছে ক্লিন ইমেজ,রয়েছে তার ভক্ত অনুরাগী এমনটিই জানা বাংলা সংবাদের অনুশন্ধানে। সামনে আসন্ন ইউনিয়ন পরিষদ নিবাচনে বিভিন্ন প্রচার প্রচারনায় গেছে গোটা এলাকা । এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই জনমনে। অনেকেই জানান তাদের দীর্ঘ দিনের মনে জমে থাকা চাপা কষ্টের কথা।মূখে সবাই আশার বানী শুনালে ও কাজের বা প্রকৃত জনগনের সেবক পাওয়া মুসকিল।
কেমন চেয়ারম্যান চান ? এমন প্রশ্ন করা হলে সাবদি এলাকার বাসিন্দা বায়োজেস্ঠে মালেক খান বলেন চেয়ারম্যান আসে চেয়ারম্যান যায় কিন্তু আমাদেরকে প্রকৃত মুল্যায়ন কেউ করে না। বালিয়া ৩নং ওয়াডের সাবেক মেম্বার রাজ্জাক শেখ বলেন– যে এলাকা এবং মানুষের জন্য কাজ করবে এমন চেয়ারম্যান দরকার। আরেক সাবেক ইউপি সদস্য (চাপিলা) তাজল ইসলাম বলেন জনগনের উন্নয়নের জন্য দরকার জনগনের নেতা যার সর্বমহলে গ্রহন যোগ্যতা আছে তাকে চেয়ারম্যান পেলে মানুষ তথা এলাকার উন্নয়ন হবে। এ ব্যপারে তরুন শিল্পউদ্ধোক্তা ও সংবাদকর্মী মোঃ মনির হোসেন সজীব জানান- রাজনৈতিক দলের নেতা নয়,দরকার জগনের নেতা যিনি কাজ করবেন জন কল্লানে ।
বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম খান বলেন- যে প্রাথীর পরিচিতি বা জনপ্রিয়তা সব মহলে প্রসংশিত তাকেই দল থেকে সমর্থন দেয়া উচিৎ বলে মনে করি।
এ ব্যাপারে সবচেয়ে বেশি আলোচিত,জন সমর্থিত চেয়ারম্যান প্রাথী লায়ন ইকবাল হোসেন স্বপন বলেন- আমি আওয়ামীলীগ তথা মুজিব আদর্শে রাজনীতি করলে ও আমি কাজ করতে চাই এলাকার মাটি ও মানুষের জন্য।আমার এলাকার মানুষকে সম্মানীত করে আমি নিজে সম্মানিত হতে চাই। এ জন্য আমার এলাকার সর্বস্তরের জনগন ও আমার দল বাংলাদেশ আওয়ামীলীগের সহায়তা দরকার।