মঙ্গলবার২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মেরুল বাড্ডায় কুপিয়ে যুবককে  হত্যা

রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় হিরণ সরদার (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুর রাজ্জাক বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত)  জানান, হিরণের বাসা আফতাবনগর ভূইয়াপাড়ায়। রাতে তিনি বাসা থেকে পশ্চিম মেরুলের নোয়াখালী বস্তিতে গিয়েছিলেন।
সেখানে দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি জানান, মাদক কারবার, সন্ত্রাসী, চাঁদাবাজি এবং অস্ত্র আইনের বেশ কয়েকটি মামলা রয়েছে হিরণের বিরুদ্ধে।

এক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর সম্প্রতি তিনি জামিনে বেরিয়ে আসেন। তাদের নিজেদের একটি গ্রুপ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে ।