মঙ্গলবার১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে ‘মহানক্ষত্র মুজিব’ ও ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ স্মরকগ্রন্থের মোড়ক উন্মোচন

ইবি প্রতিনিধি- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘মহানক্ষত্র মুজিব’ ও ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ স্মরকগ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সভাবক্ষে গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করা হয়।

এসময় বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. সাইদুর রহমান রচিত ‘মহানক্ষত্র মুজিব’গ্রন্থটি বাংলা ভাষায় ও প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান রচিত ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ গ্রন্থটি ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে।