বাংলা সংবাদ২৪ ডেস্ক– দেশে করোনাভাইরাস (কভিড-১৯) থেকে সেরে ওঠার সংখ্যা ১৭৭ থেকে একলাফে ১০৬৩ জনে দাঁড়িয়েছে।আজ রবিবার আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
সুস্থের সংখ্যা হঠাৎ এমন বৃদ্ধির ব্যাখ্যায় তিনি বলেন, কাদেরকে সুস্থ বলা হবে সে ব্যাপারে বাংলাদেশের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটির দেওয়া একটি নতুন গাইডলাইন অনুসরণ করা হয়েছে।
অধ্যাপক সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৬৮ নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৬৬৫ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। একদিনে এত আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত সর্বাধিক। এ নিয়ে মোট ৯ হাজার ৪৫৫ জন করোনা রোগী শনাক্ত হলো।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু তালিকায় আরও দুজন যুক্ত হয়েছেন। দুজনই ঢাকার বাইরে। তাদের মধ্যে ১১-২০ বছর বয়সের একজন রয়েছে। অন্যজন ষাটোর্ধ্ব। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৭৭ জনে দাঁড়িয়েছে।