বুধবার১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের চেকপোস্টে গোলাগুলিতে পাঁচ পুলিশসহ নিহত ৮

== পাকিস্তানে একটি তল্লাশি চৌকিতে পাঁচ নিরাপত্তাকর্মীকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। এ হামলায় আরও তিন নিরাপত্তাকর্মী আহত হন। এ সময় পুলিশ ও জঙ্গিদের মধ্যে গোলাগুলিতে ৩ জঙ্গি নিহত হয়।

বৃহস্পতিবার বেলুচিস্তান প্রদেশের তুরবাত এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনা উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে। এ খবর জানিয়েছে পাক গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। এ ঘটনার একদিন আগে কুলাচি তেসিল এলাকায় পুলিশ যানবহনের কাছে বোমা বিস্ফোরণের ঘটনায় এক পুলিশ নিহত ও দুইজন আহত হন।

জেলা পুলিশ কর্মকর্তা ওয়াহিদ মাহমুদ জানিয়েছেন, পুলিশ বহনকারী ওই যানবানটি পোলিও কর্মীদের নিরাপত্তার দায়িত্বে ছিল। ওই পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণের ঘটনায় হেড কনস্টেবল বিয়াজ নিহত ও অপর হেড কনস্টেবল শাকিল এবং গাড়িটির চালক আতাউল্লাহ আহত হন।