শনিবার১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মন্ত্রীর ভোঁ দৌড়ে প্রশংসা-সমালোচনা

বাংলা সংবাদ২৪ ডেস্ক– সংসদে সময় মতো পৌঁছাতে ভারতীয় মন্ত্রীর ভোঁ দৌড়ের যে ভিডিও ভাইরাল হয়েছে, তা দেখে ক্ষমতাসীন বিজিবি প্রশংসায় মেতেছে। অন্যদিকে বিরোধীরা করছে সমালোচনা। দেশটির রেলমন্ত্রী পীযূষ গোয়েল বুধবার এই কাজ করেন।

এদিন মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছিল। ওই বৈঠকে আমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা। সেখানে থাকার কথা ছিল রেলমন্ত্রী পীযূষ গোয়েলেরও। আবার সকাল ১১টায় লোকসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বও ছিল। সেখানে উত্তর দিতে হতো পীযূষ গোয়েলকে। কিন্তু মন্ত্রিসভার বৈঠকে বেশি সময় লেগে যায়। দেরি করে ফেলেন পীযূষ। সে কারণে সংসদ চত্বরে নেমেই দৌড় দেন।

রেলমন্ত্রীর দৌড়ের প্রশংসা ও সমালোচনা দুই-ই হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিজেপি সাংসদ রবি কিসানের টুইট, আপনাকে সেলাম। কেউ লিখেছেন, ওনার কাজের ধরন, দায়বদ্ধতা, সময়ানুবর্তিতা প্রশংসনীয়।

কেউ লিখেছেন, নেতা শিক্ষিত হলে সময়ের কাজ সময়ে শেষ করেন। হাসিঠাট্টাও হয়েছে তুমুল। কেউ লিখেছেন, জেনারেল বগিতে নিজের আসন পেতে দৌড় দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী।এক কংগ্রেস নেতার কটাক্ষ, ‘নিজের মতো ট্রেনের সূচিটা ঠিক করলে মন্দ হতো না!