বাংলা সংবাদ ২৪ ডেক্স– বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সদস্য ফরম বিতরন কাযক্রম উদ্বোধন করেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতি’র সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপি’র সিনয়র যুগ্ম-আহবায়ক এ কে এম সলিমুল্লাহ সেলিম। নিজে সদস্য ফরম পূরনের মাধ্যমে সদস্য ফরম বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণা করেন জেলার প্রাধন সমন্বয়কারি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবর বেপারীসহ কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য এড.রতন, এড. শাহআলম, এড.আব্দুল হান্নান, এড. আইয়ুব আলী, এড. রেহেনা আক্তার ও জেলা আইনজীবী ফোরামের সভাপতি এড.কামাল উদ্দিন ও সম্পাদক এড. রিপনসহ অন্যান্য আইজীবী উপস্থিত ছিলেন।