বাংলা সংবাদ২৪ ডেক্স– কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানি থেকে ৪০ কোটি টাকা মূল্যের আট লাখ পিস ইয়াবাসহ জামাল উদ্দিন নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-১৫। রোববার(২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ইনানি পয়েন্টের সাগর থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক জামাল টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে।
র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর রবিউল ইসলাম আজ সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সাগরপথে আনা হচ্ছে। খবর পেয়ে অভিযানে যায় র্যাব। তাদের উপস্থিতি টের পেয়ে ট্রলারে করে কিছু রোহিঙ্গা পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয়।