মঙ্গলবার৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দেশে মুরগীর মাংসের চেয়ে পেঁয়াজের দাম বেশি

বাংলা সংবাদ২৪ ডেক্স– দেশে পেয়াজের বাজার আগুন মাস দুয়েক যাবত। আর তা ক্রমান্নয়ে বেড়েই চলছে । গতকাল দেশের অনেক বড় বড় বাজার ঘুরে দেখা গেছে- পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি খুচরা প্রযায়ে ১৩০টাকা আর মুরগীর বাজারে গিয়ে দেখা যায় মুরগীর মাংসের প্রতি কেজি ১২৫ টাকা ।

তাই ক্রেতার অনেকেই জানান- মাংসের চাইতে পেয়াজের দাম বেশি। ক্রেতারা জানান- পেঁয়াজ অনেকটা আপেলের দামে বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধির জন্য অনেকে বলছেন ভারতের পেয়াজ দেশে না আসা আবার অনেকে বলছেন ব্যাবসায়ীদের সিন্ডিকেট এর জন্য বাড়ছে এ দাম।