মঙ্গলবার২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাকিব নিষিদ্ধ হচ্ছে ১৮ মাসের জন্য!

বাংলা সংবাদ২৪ ডেক্স– বিগত কয়েক দিন ধরে নানা কারণে উত্তাল ক্রিকেটপাড়া। সবচেয়ে আলোচনার বিষয় হলো সাকিবের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা। জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান আইসিসি কর্তৃক নিষিদ্ধ হতে যাচ্ছেন অন্তত ১৮ মাসের জন্য।
২২ অক্টোবর মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ম্যাচ ফিক্সিংয়ের বিষয়েও ইঙ্গিত দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সাকিবের বিরুদ্ধে অভিযোগ তিনি বাজিকরদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও নিশ্চুপ ছিলেন। অথচ নিয়ম অনুসারে, বাজিকরদের কাছ থেকে ম্যাচ বা স্পট ফিক্সিংয়ের অভিযোগ পেলে সংশ্লিষ্ট বোর্ডকে আর না হয় আইসিসির দুর্নীতি দমন সংস্থা- আকসুকে অবহিত করতে হবে। এ রকম না করলে সেটা শাস্তি যোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

বোর্ডের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে বিষয়টি সত্য। আজ (মঙ্গলবার) নাকি সেটাই প্রকাশিত হতে যাচ্ছে। তবে সাকিব আল হাসান তার কোনটাই করেনি। আর তার জন্য শাস্তির মুখে পরতে যাচ্ছে ।

গতকাল সোমবার জানা গেছে, সাকিব পরবর্তী সময়ে আইসিসির দুর্নীতি দমন সংস্থাকে সহায়তা করায় একটু নমনীয় তারা। শাস্তি ১৮ মাস নির্ধারণ করা হলেও সাকিব আপিল করলে সেটা কমিয়ে দেওয়া যেতে পারে বলে জানা গেছে।

বিসিবির সহযোগিতা চাওয়ার পাশাপাশি সাকিব আইসিসির কাছেও ক্ষমা চেয়ে শাস্তি মওকুফের আবদেন করবেন। আইসিসি দুর্নীতি দমন বিভাগের নিয়ম ও শৃঙ্খলা মেনে চললে এই শাস্তি ছয় মাসে নেমে আসতে পারে।