বৃহস্পতিবার১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

৩৫ দেশে তারাবি নামাজ পড়াতে ইমাম পাঠাবে সৌদি আরব

বাংলা সংবাদ২৪ ডেক্স–মহা মহিমান্বিত রমজান মাসের তারাবি এবং শেষ রাতে তাহাজ্জুদ নামাজের ইমামতির জন্য বিশ্বের ৩৫টি মুসলিম দেশে ৭০ জন ইমাম পাঠাচ্ছে সৌদি আরব। ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি আবদুল লতিফ আল শাইখ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ইতিমধ্যে ৭০ জন সৌদি ইমামকে অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে দেশটির ইসলাম ধর্মবিষয়ক মন্ত্রণালয়। তবে কোন ৩৫টি দেশে এই ৭০ জন ইমামকে পাঠানো হবে সে বিষয়ে এখনও ঘোষণা আসেনি তাদের থেকে।

এ প্রসঙ্গে আবদুল লতিফ আল শাইখ বলেন, সৌদি আরবের শরিয়াহ কলেজ থেকে বাছাইকৃত এই ৭০ জন কোরআনে হাফেজ। পবিত্র কোরআনকে অন্তরে লালনসহ তারা সবাই ইসলামের গভীর এবং সঠিক জ্ঞানে জ্ঞানী।

জানা গেছে, বিশ্বব্যাপী ইসলামের সঠিক জ্ঞান ছড়িয়ে দিতে সৌদি আরব এই উদ্যোগ নিয়েছে। সৌদি আরব মনে করছেন, এমন উদ্যোগের ফলে বিশ্বের মুসলিমদের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আরও নিবিড় হবে ও সুদৃঢ় হবে।