বুধবার১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নিশাত এগ্রোর বিশেষ কেম্পেইন পুরস্কার বিতরন

সেরা পরিবেশক শরীফ সদারকে পুরস্কার তুলে দিচ্ছেন নিশাত এগ্রোর রিজোনাল সেলস ম্যানেজার মোঃ বশির গাজী।

দেশের স্বনামধন্য কৃষি খাদ্য বাজারজাতকারী কোস্পানী নিশাত এগ্রোর বিশেষ কেম্পেইনের সেরা পরিবেশকদের পুরস্কার বিতরন করা হয়।

সম্প্রতি চাঁদপুর জেলার হাজিগন্জ উপজেলার বাকিলা বাজারের মেসাস সুরভী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শরীফ সদারকে সেরা পরিবেশক পুরস্কার প্রধান করা হয়। সেরা পরিবেশক শরীফ সদারকে পুরস্কার তুলে দিচ্ছেন নিশাত এগ্রোর রিজোনাল সেলস ম্যানেজার মোঃ বশির গাজী।

উল্লেখ্য –নিশাত এগ্রোর পন্য সামগ্রীর মধ্যে শুধু মাত্র সুপারগ্রীন চায়ের তিনমাস মেয়াদী এ কেম্পেইন দেয়া হয় । এতে মোট ২৫ জন পরিবেশককে বিশেষ পুরস্কার দেয়া হয় । শরীফ সদার নবম তম পুস্কার গ্রহিতা।