শুক্রবার৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

মো. সাহাবুদ্দিন চুপ্পু।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (২৬ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।”

;এরপর সেখানে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল মো. সাহাবুদ্দিনকে গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি।”

;এরপর টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর বাড়িতে মধ্যাহ্নভোজের বিরতিতে যাবেন। পরে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।;