রবিবার২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মারা গেছেন আশ্রয়ণ প্রকল্পের ঘরে বাস করা দু’বারের সেই এমপি

সাবেক এমপি এনামুল হক জজ মিয়ার সংগৃহীত ছবি।

ময়মনসিংহ গফরগাঁও উপজেলার দুই বারের সাবেক এমপি এনামুল হক জজ মিয়া মারা গেছেন। আজ (বুধবার) ভোরে উপজেলার সালটিয়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে সরকারের দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরে তিনি মারা যান।”

;গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গফরগাঁওয়ের সাবেক এমপি এনামুল হক জজ মিয়া বার্ধক্যজনিত রোগে মারা গেছেন।:”

জজ বর্তমানে মিয়া তৃতীয় স্ত্রী রুমার সঙ্গে ছেলে নুরে এলাহিকে (১০) নিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করতেন। তার প্রথম স্ত্রী নাজু এক মেয়েকে নিয়ে আমেরিকায় থাকেন। দ্বিতীয় স্ত্রী নাছিমা হক ঢাকার পুরানা পল্টন ও মিরপুর কাজী পাড়ায় দুই সন্তান নিয়ে দুটি বাড়িতে থাকেন “

;জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের পালিত মেয়ে নাজুকে বিয়ে করেন এনামুল হক জজ। পরে ১৯৮৩ ও ১৯৮৬ সালে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসন থেকে তিনি জাতীয় পার্টির হয়ে দু’বার সংসদ সদস্য হন ।