রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে রাজশাহীর লিলি হলের মোড়-দারুসা সড়কের ডাঙ্গেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার শাহিন আলী (৪০), সোহাগ আলী (২৮) এবং কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার রাকিব আলী (২৬)।”
;রাজশাহী মহানগর পুলিশের কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈসমাইল হোসেন জানান- বিকেলে পবা উপজেলার মড়মড়িয়া হাট থেকে হাঁসের মাংস খেতে রাজশাহী শহরের দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তিন বন্ধু। আর শহর থেকে আসছিল একটি রড বোঝাই ট্রাক। ডাঙ্গেরহাট স্কুলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।”
;এতে ঘটনাস্থলেই শাহিন ও সোহাগ মারা যান। গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।”
’;ওসি আরও জানান- দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। তিনজনের লাশ রামেকের মর্গে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে ।