মঙ্গলবার১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ১১ই রমজান, ১৪৪৬ হিজরি২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে স্ত্রীর পরকীয়া প্রেমিকের হামলায় আহত স্বামী

বরিশালে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেছিল স্বামী। এ সময় স্ত্রীর প্রেমিকের হামলায় গুরুতর আহত হয়েছেন স্বামী কৃষ্ণ কান্ত বাড়ৈ (৪২)। তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে “

;গতকাল রোববার বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।হাসপাতালে চিকিৎসাধীন আহত কৃষ্ণ কান্ত বাড়ৈ জানান- অনেকদিন ধরে প্রতিবেশী সুশান্ত বাড়ৈর সঙ্গে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে।”

;তিনি আরও জানান- গতকাল রোববার রাত সাড়ে দশটার দিকে তিনি বাড়িতে না থাকায় তার বাড়িতে আসে সুশান্ত। এ সময় তিনি ঘরে ঢুকে তার স্ত্রী ও সুশান্তকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেন। এ সময় সুশান্ত তাকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।”

;গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রেদওয়ান জানান- এ ঘটনায় আজ সোমবার দুপুরে থানায় মামলা দায়ের করেন কৃষ্ণ কান্ত বাড়ৈ। পরে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে সুশান্ত বাড়ৈকে ।