শনিবার২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জাককানইবি ক্যারিয়ার ক্লাব আয়োজন করতে যাচ্ছে “কার্নিভাল ২০২০”

ডি এইচ রনি – জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব তাদের দুই বছর পূর্তি উপলক্ষে আগামী ২৫.০২.২০২০ইং(মঙ্গলবার) আয়োজন করতে যাচ্ছে ঝমকালো এক আনন্দ উৎসব যার শিরোনাম দেওয়া হয়েছে “কার্নিভাল ২০২০”।

কেন্দ্রীয় শেখ রাসেল খেলার মাঠে পর্দা নামবে সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানটির। বিশ্ববিদ্যালয়ের অনান্য সংগঠন গুলোর মধ্যে ভিন্নধর্মী ও যুগোপযোগী এই ক্লাবের মাধ্যমে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রোগ্রামটি। যেখানে সারাদিন ব্যাপি থাকবে বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর আয়োজন ও রাতে থাকবে মনমাতানো সাংস্কৃতিক পর্ব।

সম্পুর্ন অনুষ্টান জুড়ে গান,নাচ,ফ্লাশমুভ,অভিনয়,ও আবৃতির মতো পরিবেশনা উপহার দিয়ে যাবে ক্লাব মেম্বার ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যান্ড।বিশেষ আকর্ষণ হলো রাত ৮ টায় স্টেজ মাতাতে সাথে থাকবে শিরোনামহীন ব্যান্ড।

ক্লাব মেম্বারদের সাথে কথা বলে জানা যায়, ক্লাবের ২ বছর পুর্তি অনুষ্ঠান উপলক্ষে ক্যাম্পাসে একটি উৎসবমুখর পরিবেশে সকলে একত্রিত হতেই তাদের এই আয়োজন।