বুধবার১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

থাই তরুনীকে বিয়ে করলেই ১০ লাখ পাবেন পাত্র

সংগৃহীত ছবি

বাংলা সংবাদ২৪ ডেক্স– ২৬ বছর বয়সী মেয়ে কার্নসিতাকে বিয়ে দেবেন বাবা আরনন রদথংয়। তাই খোঁজা হচ্ছে ভালো ছেলে। যে হবে পরিশ্রমী। আর এমন ছেলে পেলেই তার হাতে সম্পত্তি তুলে দেবেন বাবা।
থাইল্যান্ডের অন্যতম ধনকুবেরের মেয়েকে বিয়ে করতে রাজি হলেই পাত্র পাবেন ১০ লাখ থাই বাথ যা পাউন্ডে ২ লাখ ৪০ হাজারে দাঁড়ায়। আর মার্কিন ডলারে যার মূল ৩ লাখ ডলার।

এক প্রতিবদেনে বলা হয়, চুমফুন প্রদেশে ধনকুবের আরনন রদথংয়। মেয়ে কার্নসিতার বিয়ের জন্য খুঁজছেন ভালো পাত্র। মেয়েকে বিবাহ করতে রাজি হওয়া ছেলেকে তিনি ১০ লাখ থাই বাথ (২ লাখ ৪০ হাজার পাউন্ড) যা ডলারে ৩ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণাও দিয়েছেন।

মেয়ে কার্নসিতা ইংরেজি জানেন। তিনি বাবার কৃষিখামারের কাজে সাহায্য করেন। তবে পাত্রের যোগ্যতা নিয়ে তিনি বলেছেন, যে ছেলে মেয়েকে বিয়ে করতে চাইবে, তাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। আর তার মেয়েকে সুখে রাখতে হবে। মেয়ের নিরাপদ ভবিষ্যতের কথা ভেবেই মেয়ের জামাইকে এ অর্থ দেবেন তিনি।

কঠোর পরিশ্রমী কেউ আমার ব্যবসার হাল ধরুক উল্লেখ করে রথদং বলেন, ব্যবসায়কে আরও সামনের দিকে নিয়ে যাক। যে ছেলে আমার মেয়েকে বিয়ে করতে চাইবে, আমি মনে করি না তাকে স্নাতক ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি করা ব্যক্তি হতে হবে।

তিনি বলেন, আমি জামাই হিসেবে একজন কঠোর পরিশ্রমী ছেলে চাই। এটাই চাওয়া আর কিছুই না।

কেমন স্বামী চান জানিয়ে মেয়ে কার্নসিতা বলেন, কাউকে যদি বিয়ে করতেই হয়, তবে আমি সেই ছেলেকেই বিয়ে করতে চাইব-যিনি হবেন খুবই পরিশ্রমী, ভালো মানুষ এবং সর্বোপরি নিজের পরিবারকে ভালোবাসবে। কার্নসিতা ইংরেজি ও চীনা ভাষায় কথা বলায় পারদর্শী। কার্নসিতার কখনোই প্রেম করেননি।