রবিবার১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৫ হাজার টাকা পুরস্কার বাল্যবিয়ের তথ্যে

রাজবাড়ীর সন্তান ফ্রান্স প্রবাসী মো. আশরাফুল ইসলাম

রাজবাড়ী প্রতিনিধি- নগদ ৫ হাজার টাকা তথ্যদাতাকে দেয়া হবে বাল্যবিয়ের তথ্য দিলেই | ১ মার্চ থেকে এই ঘোষণা কার্যকর হবে । এমনই ঘোষণা দিয়েছেন আশরাফুল ইসলাম ‘রাজবাড়ীর সন্তান’ (এআরএস) ফাউন্ডেশন নামে একটি সংগঠনের প্রধান উপদেষ্টা। ফ্রান্স প্রবাসী রাজবাড়ীর সন্তান মো. আশরাফুল ইসলাম।

রাজবাড়ী জেলা থেকে বাল্যবিয়ে রোধ করতেই এই ঘোষণা দিয়েছেন তিনি। জেলার যেকোন স্থানে বাল্যবিয়ের খবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অথবা থানায় জানালে তাকে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে এই অর্থ হস্তান্তর করা হবে বলে জানান ফ্রান্স প্রবাসী মো. আশরাফুল ইসলাম।

তিনি জানান, সমাজ থেকে বাল্যবিয়ে রোধ করতে রাজবাড়ী জেলার যেকোন স্থানে বাল্যবিয়ে হচ্ছে এমন তথ্য স্থানীয় প্রশাসনকে দিয়েছে সেই তথ্যের ভিত্তিতে যদি প্রশাসন বিয়ে বন্ধ করে তাহলে সংগঠনের পক্ষ থেকে তথ্যদাতাকে নগদ ৫ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়াও রাজবাড়ী জেলার জনসচেতনতামূলক প্রতিবেদন প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদকর্মীকে দেয়া হবে নগদ ১০ হাজার টাকা। এ পুরস্কারের বিষয়টি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এছাড়াও অচিরেই গ্রামের নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। ২০১৯ সালে জেলা মাদক অধিদপ্তরের সর্বোচ্চ মাদক উদ্ধারকারীকে সংগঠনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলেও তিনি জানান

তিনি আরো বলেন, ইতিপূর্বে রাজবাড়ীর সাবেক পুলিশ সুপার জিহাদুল কবির সাহেবের মাধ্যমে জেলার মাদক, সন্ত্রাস, অস্ত্র উদ্ধারকাজে উৎসাহিত করার জন্য রাজবাড়ীর পুলিশ প্রশাসনকে নগদ ৫০ হাজার টাকা দেয়া হয়েছিল।