ডেক্স রিপোট-বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে টেলিভিশন দেখলে বয়স্কদের স্মৃতিশক্তি কমে যেতে পারে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ছয় বছর ধরে চালানো এক গবেষণার ফলাফলে পাওয়া গেছে যারা টেলিভিশন কম দেখে তাদের তুলনায় যারা বেশি সময় কাটায় টিভি দেখে, তাদের অন্তত দ্বিগুণ ভার্বাল মেমোরি বা স্মৃতির যে অংশটি ভাষার সাথে জড়িত তা হ্রাস পেয়েছে ।
বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিশক্তি দুর্বল হওয়ার ব্যাপারটি আরো দ্রুততর ঘটে যদি টেলিভিশন বেশি মাত্রায় দেখা হয়।
ইউনিভার্সিটি অব সারের ক্লিনিক্যাল সাইকোলজির প্রভাষক ড. বব প্যাটন বলেন, ‘সাধারণ ধারণা হলো টিভি আমাদের ব্রেনকে নষ্ট করছে না। তবে অবশ্যই পঞ্চাশের বেশি বয়স্কদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রায় টিভি দেখা কিছু না কিছু পরিবর্তন আনছে।
তবে গবেষকরা নিশ্চিত হতে পারেননি যে, টেলিভিশনই অধিক হারে স্মৃতি লোপ পাবার প্রধান কারণ।