শুক্রবার১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মন্ত্রীকে বিয়ে করলেন আলোচিত মডেল সানাই!

আলোচিত মডেল সানাই- ফাইল ছবি

ডেক্স রিপোট–সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশ করায় গেল সপ্তাহে মুচলেকায় সই করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়ে রেহাই পান তিনি।পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তাকে জিজ্ঞাসাবাদ করে। আলোচিত মডেল ও নবাগত অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভাকে নিয়ে যেন আলোচনা শেষ হচ্ছে না।

নতুন করে আলোচনায় এসেছেন সানাই। এদিকে এ সপ্তাহে সাবেক এক মন্ত্রীকে বিয়ে করতে যাচ্ছেন বলে পরিচয়ের দেড় বছর পর পরিণয় হচ্ছে বলে জানান তিনি।

পাত্র আওয়ামীলীগের সাবেক মন্ত্রী। দশম জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। মন্ত্রীর সঙ্গে পরিচয় প্রসঙ্গে তিনি বলেন, তার সঙ্গে হাই হ্যালো দিয়ে কথা হতো। সেটা দেড় বছর হলো। ফেসবুকে পরিচয়।

হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নেবার বিষয়ে সানাই বলেন, ছেলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। দুই পরিবারের সম্মতিতে বিয়ে হচ্ছে। এরপর শনিবার ঢাকাতে বাগদান সম্পন্ন হয়।

একান্ত ব্যক্তিগত এই বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলা উচিৎ হয়নি বলে জানান সানাই। তিনি বলেন, আমার এতো কিছু বলা উচিৎ ছিল না। আসলে বলা হয়ে গেছে। কি করবো বুঝছি না। বিষয়টি এতদূর যাবে জানতাম না। পরিবারের চাপের কারণেই এতো কিছু হয়ে গেছে।

সানাইয়ের হবু স্বামীর আগেও একটি বিয়ে ছিল। তবে বিচ্ছেদ হয়েছে বেশ আগে। সে ঘরেও সন্তান আছে। সন্তানদের সঙ্গে কোনও প্রকার যোগাযোগ বা সম্মতি নেয়া হয়েছে কি-না জিজ্ঞেস করলে সানাই বলেন, সন্তানদের সঙ্গে আমার কখনও সাক্ষাৎ হয়নি। বিষয়টি নিয়ে আমি ভাবিনি। তার বাবা-মা আমাকে বেশ পছন্দ করেন। পরিবারের সবাই ভালো জানেন। সবার সম্মতিতে বিয়ে হচ্ছে।