শনিবার৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ দরিদ্র কৃষক জমি কিনে বাড়ি বানাচ্ছেন শেখ হাসিনার নামে!

শেখ হাসিনার নামে কেনা জমিতে ঘর বানাচ্ছেন পাঁচ গরীব কৃষক । ছবি-সংগৃহীত

ডেক্স রিপোট-প্রিয় মানুষের প্রতি ভালোবাসা প্রকাশের গুরুত্বপূর্ণ উপায় উৎসর্গ কিংবা উপহার। তবে সম্পর্কভেদে উপহারে থাকে ভিন্নতা। তেমনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার প্রত্যন্ত অঞ্চল মহেশপুর গ্রামের দরিদ্র কৃষক সাহান আলী, বিল­াল হোসেন, কেরন আলী, হামিদুল ইসলাম ও ইউসুফ আলী আওয়ামী লীগ প্রেমী এই পাঁচ কৃষক দীর্ঘদিন ধরে কৃষি কাজ করে নিজেদের সাংসারিক খরচ চালানোর পাশাপাশি উপার্জনের সামান্য সঞ্চয় করতে থাকেন।
সঞ্চয়ের আগেই তারা ঠিক করেন এই টাকা দিয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে জমি কিনে তার জন্য বাড়ি তৈরী করবেন।

জানা যায়, ময়মনসিংহ শহর থেকে ১৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ফুলবাড়িয়া ও মধুপুর উপজেলার সীমান্তবর্তী মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল মহেষপুর।

ভালোবাসার মানুষকে প্রিয় কিছু উৎসর্গ কিংবা উপহার দেওয়া সবসময় সম্ভব হয় না। তাই অনেকে ভালোবেসে করে আত্মদান। তেমনি পাঁচজন অন্ধভক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবেসে তাদের উপার্জনের সঞ্চিত অর্থ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদের নামে জমি কিনে ঘর নির্মাণ করেছেন।

জানা যায়, ৩ লাখ ৮০ হাজার টাকায় বায়নাপত্রে ৪ শতাংশ জমি কেনা হয়েছে প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপি সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবুর নামে। বাকি টাকায় শুরু করা হয়েছে ঘর নির্মাণ।
জানতে চাইলে সাহান আলী বলেন, ছোট বেলা থেকেই আমি আওয়ামী লীগকে ভালোবাসি। ভালোবাসি জাতির জনক বঙ্গবন্ধু ও আমার নেত্রী শেখ হাসিনাকে।

এ জন্য আমরা এই পাঁচজন ঠিক করি যদি কোনোদিন আমার নেত্রী আমাদের এই গ্রামে আসেন তখন যেন তিনি তার নিজের ঘরেই বসতে পারেন। তখন থেকেই আমরা আমাদের উপার্জনের টাকা থেকে কিছু অংশ সঞ্চয় করে রাখি। এ টাকা দিয়েই এ জমি কিনে বাড়ি নির্মাণ করছি।

উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক শাতিল মাহমুদ তারেক বলেন, মহেষপুরের এই পাঁচ যুবক আওয়ামী লীগের নিবেদিত কর্মী। তাদের এ ধরনের মানসিকতা নিঃসন্দেহে প্রশংসনীয়। এর আগে কেউ এ ধরনের উদ্যোগ নেয়নি।