সংবাদদাতা-মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলার দুবলহাটী ইউনিয়নের পিরোজপুর গ্রাম থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করেছে এলাকাবাসী। পরে বিকেলে ওই জঙ্গলে আবারও ছেড়ে দেয়া হয় সেটিকে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে গ্রামের একটি জঙ্গলের পাশে এক কৃষক প্রাণীটি দেখতে পান। প্রাণীটি দেখতে কাঠবিড়ালির মতো। তবে আকারে বড়। তিনি স্থায়ী আরো কয়েকজনকে ডেকে নিয়ে এসে প্রাণীটিকে ধরে পিরোজপুর রেন্টিতলা বাজারে বেঁধে রাখেন।
প্রাণীটির শরীর থেকে এক প্রকার সুগন্ধ বের হচ্ছিল বলেও জানা যায়। এরপর প্রাণীসম্পদ অফিসে বিষয়টি অবগত করা হয়। প্রাণীটিকে সন্ধ্যায় পিরোজপুর প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে।
নওগাঁ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা উত্তম দাস বলেন, বিরল এ প্রাণীটির নাম গন্ধগোকুল। এর আগেও নওগাঁর বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। সেগুলোকে জেলার ধাইমইরহাট উপজেলার আলতাদীঘি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।