সোমবার২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে আপন দুই ভাইয়ের জন্ম-মৃত্যু এক সঙ্গে

চাঁদপুরের মতলব দক্ষিণে পুকুরের পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিংড়া বাজার এলাকায় বহরি গ্রামে খান বাড়িতে এই ঘটনা ঘটে।নিহত শিশু জুবায়েদ ও জুনায়েদ (৫) খান বাড়ির শরীফ খানের ছেলে। তারা স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।স্বজনরা জানায়, সকালে দুই শিশু বিদ্যালয় থেকে বাড়িতে এসে পুকুর ঘাটে বই রেখে খেলাধুলা করছিল। কোনো এক সময় তারা পুকুরে পড়ে যায়।

ওই সময় তাদের মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। পরে বাড়ির লোকজন পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জমজ দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মোজাম্মেল বলেন, জমজ দুই শিশু হাসপাতলে আনার অনেক আগেই মারা গেছে।