অনেক বাঁধা অতিক্রম করে আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসাবে শ্রদ্ধেয় মাহমুদুর রহমান আজ জেলা প্রশাসক অফিস থেকে ডিক্লারেশন পেয়েছেন।
ফ্যাসিবাদের নিয়োগ দেওয়া এসবি প্রধান শাহ আলম গত দেড় মাস নানা টালবাহানা করেছেন। এসবি প্রধান শাহ আলম আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে ফ্যাসিবাদের দায়ের করা মামলার অজুহাতে ছাড়পত্র দিতে নারাজ ছিলেন। তার ভাষ্যমতে মাহমুদুর রহমানের বিরুদ্ধ মামলা ও সাজা আছে। তাই তিনি ক্রিমিনালের তালিকাভুক্ত। ক্রিমিনালের তালিকাভুক্ত ব্যক্তি দৈনিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক হতে পারেন না। এই ছিল তার যুক্তি।
স্বরাষ্ট্র সচিব ও আইন মন্ত্রণালয় থেকে বলার পরও এসবি প্রধান শাহ আলম বলার চেষ্টা করেছেন মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা এবং সাজা রয়েছে। তার নাম পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসাবে ছাড়পত্র দেওয়া যাবে না।
আল্লাহর রহমতে শাহ আলমের বাধা অতিক্রম করে আজ ডিক্লারেশন কমপ্লিট হয়েছে। এখন থেকে তিনি দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক। এর আগেই তিনি প্রেসের মুদ্রাকর হিসেবে অনুমতি পেয়েছিলেন।
সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আজ মঙ্গলবার (০৮-১০-২৪ইং) ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমানের নামে আমার দেশ এর ডিক্লারেশন দেন। এর আগে ২০০৮ সালে মাহমুদুর রহমান আমার দেশ পাবলিকেশন্স কিনে নেন।
এরপর তৎকালীন প্রকাশক আলহাজ হাসমত আলী ঢাকার জেলা প্রশাসককে চিঠি দিয়ে আমার দেশ পাবলিকেশন্স লিমিটেড বিক্রি করে দেয়ার প্রেক্ষিতে পত্রিকার নতুন মালিক জনাব মাহমুদুর রহমানকে প্রকাশক ও সম্পাদক হিসেবে তার নামে ডিক্লারেশন স্থানান্তর ও তাকে সম্পাদক করার কথা জানান। কিন্তু স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর ক্লিয়ারেন্স না দিয়ে প্রকাশক হিসেবে মাহমুদুর রহমানের নাম স্থানান্তর আটকিয়ে দেয় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। একই কারণে এতোদিন তিনি ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ থেকে মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। আমার দেশ এর প্রেস এখনও ফ্যাসিবাদের দখলে পুলিশ হেফাজতে রয়েছে। আশা করা হচ্ছে অবিলম্বে প্রেসের তালাও খুলে দেবে পুলিশ।
শিগগিরই আমার দেশ পুনরায় প্রকাশের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হবে । দুদিন আগে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে মজলুম সম্পাদক মাহমুদুর রহমান পত্রিকাটি চালু করার বিষেয়ে ঘোষণা দিয়েছেন। প্রেস বুঝে পেলে এর সংস্কার, অফিস রেডি করাসহ আনুষঙ্গিক কাজ সেরে যত দ্রুত সম্ভব দৈনিক আমার দেশ পত্রিকা আবারও পাঠকের হাতে তুলে দেয়া হবে ইনশা আল্লাহ।
প্রেস পুলিশের জিম্মা থেকে ফেরত পেতে পাঠক ও শুভাকাঙ্খিদের সহযোগিতা কামনা করছি।
আমাদের প্রত্যাশা ফ্যাসিবাদী পুলিশের শুভবুদ্ধির উদয় হবে ও শীঘ্রই প্রেস আমার দেশ কর্তৃপক্ষকে বুঝিয়ে দেবে।