বুধবার২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন সচিব মাকছুদ জাহেদী

পদোন্নতি পেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। আজ রোববার (৬ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদীকে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় দুই স্তরে পদোন্নতি বঞ্চিত হয়েছিলেন রেজাউল মাকসুদ জাহেদী। উপসচিব পদোন্নতির ক্ষেত্রে একবার এবং অতিরিক্ত সচিব পদোন্নতির ক্ষেত্রে চারবার পদোন্নতি বঞ্চিত হয়েছিলেন তিনি।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতির সকল যোগ্যতা থাকা সত্ত্বেও ইতিপূর্বে তাঁর ব্যাচের সাথে জ্যেষ্ঠতার ভিত্তিতে তাঁকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়া হয় নি। এমনকি পদোন্নতিপ্রাপ্ত তাঁর কনিষ্ঠ কর্মকর্তার অধস্তন হিসেবে একাধিক জায়গায় চাকুরী করতে হয় তাঁকে ।

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর তিনি যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত হন ।

দীর্ঘ প্রায় ৩০ বছর চাকুরী জীবনে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দেশপ্রেম নিয়ে প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের সুনাম রয়েছে তাঁর । গত ০৬/১০/২০২৪ তারিখে সরকার তাঁকে সচিব পদে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করে।।