বুধবার১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে নিখোঁজ মৎস্যচাষীর হাত-পা বাঁধা ভিডিও

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের মৎস্যচাষী মারফত আলী (৩৪) চারদিন ধরে নিখোঁজ রয়েছেন।

হোয়াটসঅ্যাপ ও ইমুতে তার পরিবারের কাছে হাত-পা বাঁধা ভিডিও পাঠানো হচ্ছে। এতে দুই সন্তান ও স্ত্রীসহ পরিবারের সদস্যদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা।

এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার শাহরাস্তি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে শাহরাস্তি থানা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ক্যাম্প জিডির কপি দিয়ে অবহিত করা হয়েছে।নিখোঁজ মারফত আলীর বড় ভাই মোহাম্মদ আলী বলেন –

গেল ২৪ সেপ্টেম্বর মারফত মুড়াগাঁও থেকে মোটরসাইকেলযোগে কচুয়া উপজেলার আকানিয়া এলাকায় ব্যবসায়িক কাজে যান। দুপুরের পর থেকে তার আর খোঁজ মিলছে না। তার নিজের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ ও ইমু থেকেই ভিডিও, ছবি পাঠানো হচ্ছে। তবে কোনো কথা বলছে না। তারা কোনো টাকাও দাবি করছে না।

হোয়াটসঅ্যাপে পাঠানো দুটি ভিডিওতে দেখা যায়, একটিতে কাফনের কাপড় পরানো। হাত-পা বাঁধা নিস্তেজ হয়ে পড়ে আছে মারফত আলী। আরেকটিতে একটি ওয়াশরুমে হাত বাঁধা দাঁড়ানো অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক কিশোর বড়ুয়া বলেন -লোকেশন শনাক্তকরণসহ প্রযুক্তির সহায়তায় তদন্ত কাজ চলছে।।